ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫:৩৭, ১৯ মে ২০২৫
সিলেটে এসে পৌছেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুর পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে তাকে স্বাগত জানান স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারন সম্পাদন এমদাদ আহমদ সহ অসংখ্য নেতাকর্মী।
পরে তিনি দুপুর ২টায় বৃষ্টির জন্য গেটে দাঁড়িয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যাগে সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সালাহউদ্দিন আহমদ। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তোলাই এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মূল লক্ষ্য।