ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১৩:২৯, ৭ মে ২০২৫
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বালাকোট ছিলো উপনিবেশের বিরুদ্ধে উপমহাদেশের প্রথম সুসংগঠিত স্বাধীনতা সংগ্রাম।
মঙ্গলবার ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, তৎকালীন ইংরেজ ও শিখদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন ছিল মুসলমানদের প্রেরণার উৎস। মাত্র ৭০০ মুজাহিদ নিয়ে ১০ হাজার শিখ সৈন্যের মোকাবেলায় তাঁরা যে অসিম সাহসিকতা দেখিয়েছেন তা ইতিহাসে বিরল। যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বালাকোটের চেতনা প্রেরণ উৎস হয়ে থাকবে। তরুণ প্রজন্মের কাছে বালাকোটের ইতিহাস তুলে ধরতে হবে। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন মুসলিমদের ত্যাগ-কোরবানীর উপর প্রতিষ্ঠিত। বালাকোটের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে পথচলা নিশ্চিত করতে হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখার শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, উপমহাদেশে ইসলামের অগ্রযাত্রায় বালাকোট এক প্রেরনার নাম। বালাকোট আন্দোলনের মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ রোপণ হয়। যার ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। বালাকোট ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।