ঢাকা, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

সিলেট সীমান্তে বিএসএফকে বাঁশ নিয়ে ধাওয়া স্থানীয় জনতার

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৫:৩৫, ৮ মে ২০২৫

সিলেট সীমান্তে বিএসএফকে বাঁশ নিয়ে ধাওয়া স্থানীয় জনতার

কথায় আছে চোরের দশ দিন গেরস্তের এক দিন। এবার যেন তাই-ই হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষেত্রে। প্রায়ই তারা বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের ভেতরে ঢুকে মানুষকে মারধর কিংবা গুলি করে হত্যা করলেও এবার ঘটলো উল্টো ঘটনা। বাংলাদেশিরা তাদের বাঁশ নিয়ে ধাওয়া করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওর ১২৭৭-৭৮ মেইন পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সিলেট সীমান্তে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে ঘটনাটি ঠিক কত তারিখের, তা জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফের সঙ্গে কথা বলছে। কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায়, আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন?

তিনি আরও বলেন, এই পাশে (বাংলাদেশে) এখন হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নেই। 

জানা যায়, গত কিছুদিন থেকে বিএসএফ এর আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ বেলা ১১ টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজে আসেন৷ সেখানে যাওয়ার পর খবর পেয়ে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে। 

একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে বিএসএফকে বাঁধা দেয়। বিজিবিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফ-কে বাঁধা প্রদান করে। বিজিবির সহযোগিতায় উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসা হয়। পরে সাধারণ জনতা ও বিজিবির বাঁধার মুখে বিএসএফ পিছু হটে। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঘটনাস্থল থেকে সাধারণ জনতা চলে আসেন। বিজিবি ও বিএসএফ এর টহল কার্যক্রম অব্যাহত আছে।

সীমান্তে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সীমানা নির্ধারণের জন্য ঘটনাস্থলে বাংলাদেশি ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার আসার খবর পাওয়া গেছে। সর্বশেষ উত্তেজিত সাধারণ জনতা দেখে বাংলাদেশি ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ঘটনাস্থল ত্যাগ করে চলে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন