ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫:৩২, ৮ মে ২০২৫
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন।
কেউ বিভিন্ন মামলা মাথায় নিয়ে পলাতক রয়েছেন, কেউ বিদেশে পালিয়েছেন। এ অবস্থার মধ্যে একজন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসএফকে শাসিয়ে বলছেন, এখানে (বাংলাদেশ) হাসিনা নেই। আপনাদের ইচ্ছেমতো সব হবে না।
সিলেট সীমান্তে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে ঘটনাটি ঠিক কত তারিখের, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফের সঙ্গে কথা বলছে। কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায়, আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন?