ব্রেকিং
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২০:৩৩, ৮ মে ২০২৫
ভারতীয় সেনাবাহিনীর ৫০ জন সদস্য নিহত হয়েছে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত-শাসিত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
দেশেটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।
এর আগে ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্র ব্যবহার) দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরাইলের তৈরি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ৬ মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত “ভীত ও আতঙ্কিত হয়ে” এসব ড্রোন হামলার আশ্রয় নেয়।