ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২১:৫২, ৮ মে ২০২৫
গোয়াইনঘাটের নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ মেইন পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের খেলার মাঠে দখলের পায়তারা করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং সাথে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন।
সময় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি‘র একজন সদস্য হিন্দিতে বিএসএফকে উদ্দেশ শাসান এক যুবক। সেই যুবকের নাম নজরুল ইসলাম। তিনি স্থানীয় নলজুরি গ্রামের বাসিন্দা।
তিনি হিন্দিতে বিএসএফকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন? ‘ইয়ে হামারা মুল্লক হে, হাসিনা পাসিনা নেহি এদার। একাত্তর সালছে ইয়ে হামারা হে। আপ লোগোনে সামস্তে নেহি, হাসিনা ইন্ডিয়া মে, হাসিনা পাসিনা এদার নেহিহে।’