ঢাকা, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় ১ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৬:৩৫, ৭ মে ২০২৫ | আপডেট: ১৬:৩৬, ৭ মে ২০২৫

সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় ১ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

সিলেটের গোলাপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী শাহিন হত্যা মামলায় ওয়াহিদুর রহমান সানি নামে এক আসামির মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তাছাড়া এ মামলা জামিনে থাকা গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে। 

বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন। 

রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন, সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে ওয়াহিদুর রহমান সানি। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম ও বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদের প্রত্যেকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামীদের মধ্যে রায়হান আহমেদ পলাতক রয়েছেন।

নিহত এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট হয়ে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে পৌছামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২ মে র্যাব-৯ ৪ জনকে গ্রেফতার করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন