ব্রেকিং
সুনামগঞ্জ সংবাদদাতা:
প্রকাশ: ১৪:৩৫, ৭ মে ২০২৫
সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হৃদয় বণিকের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম মমিন মিয়া (৫০)। মঙ্গলবার বিকালে পৌরসভার নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মমিনের বাবার নাম সামছুল হক। আর হৃদয় রবি বণিকের ছেলে। দুজনে একই এলাকার বাসিন্দা।
জানা যায়, হৃদয় ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপঙ্কর কান্তি দে গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন। তিনি প্রায়ই ধারালো ছোরা নিয়ে চলাফেরা করতেন। এমনটি না করার জন্য মমিন তাকে উপদেশ দেন। মঙ্গলবার বিকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় হৃদয় ছোরা দিয়ে মমিনকে কয়েকদফা আঘাত করেন। মমিন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, হৃদয় বণিককে নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তবে হৃদয় ছাত্রলীগের সদস্য কি না এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।