ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৪:০৪, ৮ মে ২০২৫
প্রতীকী ছবি
সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ উঠেছে। নিহত সামছুল হক (৫০) ঐ গ্রামের আকলু মিয়ার পুত্র। উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে গরুকে সবজি ক্ষেত খাওয়ানো নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সামছুল হক ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে সামছুল হককে কুপিয়ে গুরুতর আহত করেন তার ভাতিজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।