ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২০:৩৫, ৭ মে ২০২৫ | আপডেট: ২১:৪১, ৭ মে ২০২৫
সিলেট শহরতলীর সোনাতলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী যুবক আব্দুর রকিবকে স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক সংস্থা ‘আমার গ্রাম আমার প্রাণ’ এর পক্ষ থেকে একটি হুইলচেয়ারগুলো প্রদান করা হয়েছে।
রকিব একসময় বেসরকারি একটি অফিসে চাকরী করতেন। প্রায় দেড় বছর আগে চোঁখের চিকিৎসা করাতে গিয়ে তিনি তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। ফলে তিনি বেকার হয়ে ঘরবন্দি হয়ে যান। তার চলাচলের সুবিধার্থে এই হুইলচেয়ারটি অনুদান দেয়া হয়েছে।
বুধবার (৭ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনের আমার দেশ-এর ব্যুরো অফিসে প্রধান অতিথি হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রকিবের কাছে হুইলচেয়ারটি প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ রোটারি পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও রোটারি ক্লাব অব হিলটাউনের প্রেসিডেন্ট কামাল উদ্দিন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেন, আমার গ্রাম আমার প্রাণের উদ্যোগে দেয়া হুইলচেয়ারটি আকস্মিকভাবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া আব্দুর রকিবের চলাফেরাসহ স্বাভাবিক জীবনযাপনে কাজে লাগবে। কারণ কিছুদিন আগেও রকিব কাজকর্ম করে খেতো। দুর্ভাগ্যবশত সে এখন অক্ষম হয়ে পড়েছে, চলাফেরা করতে পারচ্ছে না। এজন্য আমি সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি মানবিক সহযোগিতা। সমাজে আরো যারা চিত্ত ও বিক্তশালী আছেন তাদেরকে এধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে আমার গ্রাম আমার প্রাণ এর কাজকর্মের প্রশংসা করে বলেন, চিকিৎসার অভাবে আমাদের মানুষ অনেক সংকটে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসা করাতে গিয়ে রকিব চোঁখ হারিয়ে ফেলে। আমার গ্রাম আমার প্রাণ ২০২২ সাল থেকে যে মানবিক চলছে তারই অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী রকিবকে হুইলচেয়ার প্রদান একটি মহৎ উদ্যোগ। আগামী দিনে এ কার্যক্রম আরো বিস্তৃত হবে বলে আমি আশা করি।
রোটারিয়ান কামাল উদ্দিন ভূইয়া বলেন, একজন দৃষ্টি প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অংশীদার মনে করছি। যুবক এই ছেলেটি দেড় দুবছর আগেও একটি প্রতিষ্ঠানে কাজ করত। এখন সে ঘরবন্দি। এই হুইলচেয়ারটি তাঁর অনেক কাজে লাগবে।
সংস্থার নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেন, মানুষের কল্যাণে কাজ করতে পেরে স্বস্তিবোধ করছি। এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য আমি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
উল্লেখ, গত শুক্রবার নগরীর হযরত মানিকপীর (রহ.) রোডস্থ জালালাবাদ রোটারি হসপিটাল সিলেটে অসহায় রোগীদের জন্যে এই সংস্থার পক্ষ থেকে আরো দুটি হুইলচেয়ার প্রদান করা হয়।