ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:৪৭, ৫ মে ২০২৫
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতৃবৃন্দ।
রোববার রাত ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে 'তুমি কে আমি কে হাসনাত হাসনাত' 'হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে,' 'হাসনাতের ওপর হামলা, সইবে না বাংলা,' 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' সহ নানা প্রতিবাদি স্লোগান দেন তারা৷
পরে মিছিলটি নগরীর জিন্দাবাজার পয়েন্ট ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ‘হাসনাত আবদুল্লাহর ওপর এই বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
বক্তারা বলেন, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানান বিক্ষোভকারীরা।