ঢাকা, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

সাংবাদিক শিহাব ও মশাহিদ আলীর সঙ্গে আড্ডা

সিলেট প্রেসক্লাবের উন্নয়ন-অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার অঙ্গীকার

প্রকাশ: ১৩:৩৩, ৭ মে ২০২৫

সিলেট প্রেসক্লাবের উন্নয়ন-অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার অঙ্গীকার

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব এবং লন্ডন থেকে প্রকাশিত বাংলা সংলাপ সম্পাদক মো. মশাহিদ আলীর সঙ্গে সিলেট প্রেসক্লাব সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে ক্লাব মিলনায়তনে এই আড্ডায় সিলেটে সাংবাদিকতার স্মৃতিচারণ করেন সহকর্মীরা। 

এই সময় সাংবাদিক শিহাব ও মশাহিদ আলী সিলেট প্রেসক্লাবের সঙ্গে তাদের আত্মিক সংযোগে কথা তুলে ধরে আগামী দিনেও প্রেসক্লাবের উন্নয়ন-অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রসঙ্গত, সাংবাদিক শিহাব সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও মশাহিদ আলী ক্লাব সদস্য ছিলেন।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আড্ডা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও আতাউর রহমান আতা, সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সদস্য মো. মুহিবুর রহমান, মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, আনাস হাবিব কলিন্স, খালেদ আহমদ।

উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাজমুল কবীর পাভেল, আহমদ মারুফ, শ্যামানন্দ দাশ প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন