ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১১:৫৪, ৩ মে ২০২৫
সিলেট নগরীর হযরত মানিকপীর রোডস্থ জালালাবাদ রোটারি হসপিটালে অসহায় রোগীদের জন্য দুটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক সংস্থা ‘আমার গ্রাম আমার প্রাণ’ এর পক্ষ থেকে সংস্থার নির্বাহী পরিচালক ও দৈনিক আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ হাসপাতালের কমিটির কাছে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন।
হুইল চেয়ারগুলো গ্রহণ করেন কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেএমএইচজে ফেরদৌস ও সেক্রেটারি আবুল মনসুর আহমাদ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর। তিনি বলেন, রোটারি জালালাবাদ হাসপাতালে অলাভজনকভাব অসুস্হ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের সাথে দেশের প্রবাসের দানশীল ব্যক্তিরা অবদান রাখছেন। আমার গ্রাম আমার প্রাণ-এর পক্ষ থেকে হুইল চেয়ার দান একটি মহৎ উদ্যোগ। এজন্য আমরা ডোনারকে ধন্যবাদ জানাচ্ছি।
সংস্থার নির্বাহী পরিচালক খালেদ আহমদ তাঁর অনুভুতি ব্যক্ত করে বলেন, গ্রাম থেকে শহরে অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে আমার গ্রাম আমার প্রাণ। ২০২২ সালের মধ্য জুনে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা থেকে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। অসহায় ও বঞ্চিত গৃহহীন মানুষদের মধ্যে খাদ্য বিতরণ, গৃহ নির্মাণের জন্য অনুদান, হুইল চেয়ার প্রদান, স্বাবলম্বী হওয়ার জন্য হাস-মুরগী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজকে রোটারি হসপিটালের অসহায় রোগীদের কল্যাণে শরীক হতে পেরে আমরা আনন্দিত। এগুলো গ্রহণ করায় পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইত্তেফাক এর ব্যুরো চিফ হুমায়ুন রশীদ চৌধুরী।
উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সুনামগঞ্জের পিপি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, লন্ডনের বাংলা সংলাপ সম্পাদক মো. মশাহিদ আলী, রোটারি পিপি হানিফ মোহাম্মদ, ইনকামিং সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান, আইপিপি মোহাম্মাদ মন্জুর আল বাসেত, পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, পিপি সফিক আহমদ বকত, প্রেসিডেন্ট ইলেক্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, পিপি মোজাক্কির হোসেন কামালী, প্রেসিডেন্ট নমিনি লতিফা জাহাঙ্গির, রেটারিয়ান আখতার আহমাদ, প্রিন্সিপাল রোটারিয়ান মো: ফয়জুল হক, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান মাছুমা চৌধুরী প্রমূখ।