ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৯:৩৯, ৩ মে ২০২৫ | আপডেট: ১৯:৪৭, ৩ মে ২০২৫
সিলেট সিটি করর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দক্ষিণ সুরমা থানার মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
শনিবার (৩ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, আশিক সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা রয়েছে।