ব্রেকিং
সুনামগঞ্জ সংবাদদাতা:
প্রকাশ: ১৫:৪৫, ১ মে ২০২৫ | আপডেট: ১৫:৪৭, ১ মে ২০২৫
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মানিক মিয়া (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) দুপরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরে বোরো জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুনপাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মৃত হুসেন আলীর ছেলে। তবে একই জমিতে তার ছেলে ধান কাটলেও তিনি অক্ষত ও সুস্থ আছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানিক মিয়া তার ছেলেকে নিয়ে পাগনার হাওরে কৃষকের বোরো ধান কাটতে যান। দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে জমিতেই মারা যান তিনি। তবে পাশে থাকা তার ছেলে সুস্থ আছেন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে গেছেন।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে একজন শ্রমিক ক্ষেতেই মারা গেছেন। হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে।’