ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে টিলা কাটার অভিযোগে ইউপি মেম্বার-স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৮:৪০, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৫৯, ৩০ এপ্রিল ২০২৫

সিলেটে টিলা কাটার অভিযোগে ইউপি মেম্বার-স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

সিলেট শহরতলীর জনবসতিপূর্ণ এলাকার পাশের টিলা অবৈধভাবে কাটার অভিযোগে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

মামলার অভিযুক্তরা হলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান (৩৫), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব (৩৪), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মো. হাফিজুর রহমান (৪১), গিয়াস মিয়া (৪৫), মানিক মিয়া (৪৩) ও জুয়েল মিয়া (৩৫)। এই মামলায় আরও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ বুধবার জানান, মঙ্গলবার সরজমিনে পরিদর্শন শেষে তিনি এসএমপির বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।

মামালার অভিযোগ করা হয়, ‘সিলেট জেলার সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৬নং টুকেরবাজার ইউনিয়নের ব্রাহ্মণছড়া টি গার্ডেন মৌজার ৫৬নং খতিয়ানের ৩২নং দাগের অন্তর্গত জাহাঙ্গীরনগর গ্রামে দৃশ্যমান টিলা রকম ভূমি থেকে মাটি কর্তণপূর্বক অপসারণ করা হচ্ছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, ‘স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে আমরা জাহাঙ্গীরনগর এলাকায় যাই। সেখানে গিয়ে আব্দুর রাজ্জাক খানের মালিকানাধীন টিলা কাটার সত্যতা পাওয়া যায়। আমাদের অনুসন্ধান পাওয়া যায় আসামিরা পরস্পরের যোগসাজশে টিলা কেটেছেন। তাই মামলা করা হয়েছে। মামলাটি পরিবেশ আদালত আইন, ২০১০ অনুসারে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা কর্তৃক তদন্তপূর্বক আদালতে চার্জশীট দাখিল করা হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন