ব্রেকিং
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
প্রকাশ: ১৯:০৫, ৩০ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলরামপুর, নোয়াগাঁও এবং মহিষখলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য উপজেলার পার্শ্ববর্তী স্থানে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন এলাকাবাসী।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সাথে এলাকাবাসী সাক্ষাৎ করেন।
তাছাড়া দাখিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ গত ১৫ এপ্রিল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে অনুলিপি প্রেরণসহ মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন জমা দিয়েছেন।
উল্লেখ্য, মধ্যনগর উপজেলার তিনটি দাখিল মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী প্রতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের জন্যে উপজেলায় কোন দাখিল পরীক্ষা কেন্দ্র না থাকায় ৩০/৪০ কিলোমিটার দূরে পাশ্ববর্তী ধর্মপাশা উপজেলার খয়ের দিরচর দাখিল মাদ্রাসায় গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এতে শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিসহ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হয়।পরীক্ষার সময় ভোগান্তি ও আর্থিক কথা চিন্তা করে দরিদ্র পরিবারের অনেক দাখিল পরীক্ষার্থীই পরীক্ষা থেকে ছিটকে পড়ে যায়।বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসায় একটি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হলে এসকল সমস্যার সমাধান হবে বলে দাবি এলাকাবাসীর।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, মধ্যনগর উপজেলাধীন তিনটি দাখিল মাদ্রাসা রয়েছে।এই তিনটি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের সুবিধার্তে যেন একটি সুবিধাজনক স্থানে কেন্দ্র স্থাপন করা হয় সেজন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত চিঠি পাঠাব।