ব্রেকিং
প্রকাশ: ১৬:৫৬, ১ মে ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফাহিম একই ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে চুরিকাঘাতে আহত ফাহিম বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে ফাহিম আহমদদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দিবাগত রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিমকে ছুরিকাঘাত করেন ফুফাত ভাই সাইদ আহমদ।
তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।