ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১১:০০, ১ মে ২০২৫ | আপডেট: ২০:৫০, ১ মে ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলায় পলাতক আসামি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১মে) ভোরে সিলেট নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এতথ্য নিশ্চিত করে বলেন, মাহফুজুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এরই একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে অন্য মামলা গুলোতে ‘শোন অ্যারেস্ট’দেখানো হবে।
জানা যায়, ২০২৪ সালের আগস্টে কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার সঙ্গে মাহফুজুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও আইনজীবী পরিচয়ে মাহফুজ প্রকাশ্যে চলাফেরা করছিলেন। অথচ ক্ষমতায় থাকাকালীন কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির নিয়ন্ত্রক ছিলেন তিনি। পাথর কোয়ারি নিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব ধরা হয় তাকে। অবশেষে মাহফুজুরকে গ্রেপ্তার করল পুলিশ।