ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

সিকৃবিতে ফলাফল মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৭:০১, ৪ মে ২০২৫

সিকৃবিতে ফলাফল মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে চারদিন ব্যাপী ফলাফল ভিত্তিক শিক্ষার (ওবিই) গুণগত মানোন্নয়ন, মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কে বাস্তবায়ন করতে হলে ট্রেনিংয়ের বিকল্প নেই। টারশিয়ারি এডুকেশনে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের মাধ্যমে অর্জিত জ্ঞান ধারণ, লালন ও বিতরণ করতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় সমূহ কাজ করছে। বিশ্বায়নের এই যুগে এককভাবে কাজ করার কোন সুযোগ নেই। নিজেদের টিকে থাকার জন্য বিশ্বমানের গুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করতে হবে। বিশ্বের সাথে সঙ্গতি রেখে আমাদের শিক্ষা ও গবেষনা কার্যক্রম এগিয়ে নিতে হবে। 

প্রশিক্ষণ কর্মসূচিতে ওবিই বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবি’র কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম। 

তিনি বলেন, ফলাফল-ভিত্তিক শিক্ষা (OBE) হল এমন শিক্ষা যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে কী জানা এবং কী করতে সক্ষম হওয়া আশা করা হয়, অর্থাৎ শিক্ষা সমাপান্তে প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার সময় তাদের কী দক্ষতা এবং জ্ঞান থাকা প্রয়োজন, তার একটি স্পষ্ট ধারণার উপর জোর দেওয়া হয়। চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন