ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

সিকৃবিতে ‘আউটকাম বেজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৫:১৪, ২৯ এপ্রিল ২০২৫

সিকৃবিতে ‘আউটকাম বেজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আউটকাম বেজড এডুকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি. এম. মাহবুব-ই-ইলাহী।

দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা যেন দেশ ও সমাজের উন্নয়নে উপযুক্ত অবদান রাখতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলো চাকরিবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ গ্র্যাজুয়েট তৈরি ও সরবরাহ করতে পারে, সেজন্য উপযুক্ত শিক্ষণ-শিখন (টিচিং-লার্নিং) কার্যক্রম নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোয় কোর্স কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) বা শিখন ফলভিত্তিক শিক্ষা এরকম একটি আধুনিক শিক্ষাপদ্ধতি, যা সারা বিশ্বে উচ্চশিক্ষাসহ শিক্ষার সর্বস্তরে ব্যাপকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ওবিই বিষয়ে মূলপ্রবন্ধ ‍উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: আশরাফুল আলম। উক্ত কর্মসূচিতে প্রশিক্ষণার্থী হিসেবে লেভেল-২, সেমিস্টার-১ এর ৮০ জন কোর্স শিক্ষক অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন