ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শাবিপ্রবি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে নাসরিন-সাবের 

শাবিপ্রবি সংবাদদাতা:

প্রকাশ: ১৩:৫২, ৩ মে ২০২৫

শাবিপ্রবি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে নাসরিন-সাবের 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন'র (সুপা) ২৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবাইয়া নাসরিন ও সাধারণ সম্পাদক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: সাবের হোসেন-কে মনোনীত করা হয়েছেন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাসফিয়া তাবাসসুম সুবাহ, রোজানুন রাহিন, চিফ ইন্সট্রাক্টর তন্ময় রায়, সাংগঠনিক সম্পাদক এ.এস.এম আহম্মেদ তানভীর, অর্থ সম্পাদক শতাব্দী রায়, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিলয়, তাকি আহমেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান রাসেল, ট্রেইনার ফাতেমা রহমান শৈলি, সহকারী ট্রেইনার মাহবুব আহমেদ, দপ্তর সম্পাদক ফারহান মুহিব দীপ্র, সহকারী দপ্তর সম্পাদক মো: মুশফিকুর রহমান ভূঁইয়ান।

এছাড়া কমিটিতে ক্রিয়েটিভ ফিল্ড সেক্রেটারি তামান্না বিনতে হাফিজ, সহকারী ক্রিয়েটিভ ফিল্ড সেক্রেটারি তালবিনা মীম সুর্যি, নাইফা ইবনাত জীম, আর্কাইভ সেক্রেটারি খালেদা আক্তার কল্পনা, এক্সিবিশন সেক্রেটারি হাসিব বিন ধ্রুব,সহকারী এক্সিবিশন সেক্রেটারি জারিন তাসনিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্নেহাশিষ ভট্টাচার্য, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রহর চোধুরী, ডিজাইন এক্সিকিউটিভ শামসুন্নাহার শিল্পা, সহকারী ডিজাইন এক্সিকিউটিভ ফিদা নুজহাত হুদা, খাদিজা তুন নিসা, তথ্য সম্পাদক তায়াস সুক ইমাম আল রাজী, এক্সিকিউটিভ অফ ফিল্ম ও ডকুমেন্টারি মো: মারুফ,পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর উম্মে জামিলা রাহা মনোনীত হন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ জুন শাবিপ্রবিতে দেশের প্রথম ফটোগ্রাফি ক্লাব হিসেবে যাত্রা শুরু করে  সুপা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন