ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১৯:২৬, ৩০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩৫, ৩০ এপ্রিল ২০২৫
গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা। একই দাবিতে বিক্ষোভ মিছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলা ও মহানগর শাখা।
বুধবার বিকালে সিলেট নগরীর রিকাবীবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ আবারও উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। তাদের সে সুযোগ আর দেওয়া হবে না। রাজপথ জাতীয় নাগরিক পার্টির দখলে থাকবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপস নেই।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সিলেটের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আওয়ামী দোসররা এখনো বহাল তবিয়তে আছে। সেখানে বসে তারা সংগঠিত হওয়ার সুযোগ নিচ্ছে। রাজপথ এখন এনসিপির দখলে। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কমিটির সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, সিলেট জেলার সংগঠক ফয়ছল আহমদ, সিলেট জেলার সংগঠক নাজিম উদ্দিন শাহান, বৈষম্যবিরোধী দলের সিলেট জেলা সদস্য সচিব নুরুল ইসলাম, আহবায়ক সালমান খূরশৈদ, জেলার সংগঠক মোস্তাক আহমদ, জহির ইসলাম, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং সংগঠক শিব্বির আহমদ, মো: জুবায়ের আহমদ, তাওফিক এলাহী তাকরিম, শান্ত আহমেদ, তাকী হাসান, তাওফিক ওমর তানবীর প্রমুখ।