ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ২০:১৭, ৩০ এপ্রিল ২০২৫

সিলেট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান

কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের অতিরিক্ত পরিচালক ড. মো: মোশাররফ হোসেনের যোগদান উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সদ্য যোগদানকৃত উপ পরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক ড. মো: মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটের অধ্যক্ষ কৃষিবিদ ড. মোছা: কহিনূর বেগম।

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার অতিরিক্ত উপ-পরিচালকগণ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নব যোগদানকৃত অতিরিক্ত পরিচালক ড. মো: মোশাররফ হোসেন ও উপ পরিচালক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদকে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ ২৮ এপ্রিল কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক পদে এবং ড. মো: মোশাররফ হোসেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক পদে যোগদান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন