ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ২০:২৯, ৩০ এপ্রিল ২০২৫

যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, এদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষো করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্তর্বতী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন,  যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। 

বুধবার (৩০ এপ্রিল) জিয়া মঞ্চ সিলেট মহানগর আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি আরোও বলেন, শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলবো অতিদ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর যাবত জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’

কয়েস লোদী বলেন, আমার বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে নয়। এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও থাকব এবং আমরা ৭ আগস্ট থেকে আজকে পর্যন্ত বলে আসছি আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন