ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি সংবাদদাতা:

প্রকাশ: ১৯:৫২, ৩০ এপ্রিল ২০২৫

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

ইমাম ও ধর্মীয় বক্তা মাওলানা রইস উদ্দিনকে মব ভায়োলেন্সের মাধ্যমে নির্মমভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম জুয়েল বলেন, "আমরা জানতে পেরেছি এই নির্মম হত্যার সাথে দুইটি পক্ষ সরাসরি জড়িত। স্থানীয় একটি গ্রুপ যারা মব তৈরি করে অকথ্য নির্যাতন চালিয়েছে এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে।"

তিনি আরও বলেন, "যদি সময়মতো চিকিৎসা নিশ্চিত করা হতো, তাহলে হয়তো এমন মর্মান্তিক মৃত্যুর মুখোমুখি হতে হতো না। স্বৈরাচার পতনের পর পুলিশী ব্যবস্থার যে আমূল পরিবর্তনের প্রত্যাশা ছিল, তার বাস্তবায়ন হয়নি বলেই আজকের এই দুঃখজনক ঘটনার জন্ম হয়েছে। আমরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।"

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। ১. যারা মব তৈরি করেছে এবং নির্যাতনে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ২. নির্যাতন, চিকিৎসাহীন অবস্থায় আটক এবং কারাগারে প্রেরণের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ৩. রইস উদ্দিন হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং তাঁর পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন