ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

কমলগঞ্জে ব্যবসায়ীর মুত্যুর রহস্য উদঘাটনে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: 

প্রকাশ: ১৬:০০, ৩০ এপ্রিল ২০২৫

কমলগঞ্জে ব্যবসায়ীর মুত্যুর রহস্য উদঘাটনে মানববন্ধন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের সুষ্টু তদন্তের মাধ্যমে মুত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়।

মঙ্গলবার বিকেলে ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বিশিষ্ট মুরব্বি আব্দুল বারিকের সভাপতিত্বে ও মুফতি আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত ইকবালের শশুড় জুনাব আলী, মো: রুমন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মোশাহিদ আলী, আব্দুস সোবহান, নজরুল, কবির উদ্দিন, শফিকুল ইসলাম সুফি, সৈয়দ তারেক আহমদ ও আয়েশা বেগম প্রমুখ।

বক্তরা সুষ্টু তদন্তের মাধ্যমে ইকবালের মুত্যুর রহস্য উদঘাটন  ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসুচীতে জুনাব আলীর মেয়ে ও নিহত ইকবাল আহমদের স্ত্রী দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল শনিবার বিকেলে ইকবাল তার শ্বশুর বাড়ি  ভেড়াছড়া থেকে নিজ বাড়ি চৈত্রঘাট যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন