ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১৯:৪৯, ৫ মে ২০২৫
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, এ রাষ্ট্রের জন্ম হয়েছে সাধারণ জনগনের রক্তের উপর দিয়ে। যদি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ পথে না নামলে দেশ ফ্যাসিস্ট মুক্ত হত না।
সোমবার (৫ মে) সিলেট জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে পরিষদের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার-২০২৪ এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন।
সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদী ও আন্দোলনমুখী থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যে পরিবর্তন জুলাই এবং আগস্টে সূচিত হয়েছে, সে পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা নতুন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দেড় দশকের নিপীড়ন, দুঃশাসন ও অবিচারে যখন জনগণ হতাশায় নিমজ্জিত হয়ে আশার আলো খুঁজছিল, তখনই দেশের বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে অত্যাচারের শেকল থেকে মুক্ত করেছেন। তাদের এই শাহাদাত বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করেছে। শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন-নূর।
অনুষ্ঠান শেষে সিলেট জেলার ১৪ জন শহিদ ছাত্র-জনতার পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।