ঢাকা, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৪:৪১, ৭ মে ২০২৫

সিলেটে দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫শ ৯৫ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবির হাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিনশাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপজিক্রিম, নিভিয়াসফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রিপিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতিচাল, বিস্কুট এবং মদ আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫শ ৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন