ঢাকা, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১০ জ্বিলকদ ১৪৪৬

স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ডা. জুবাইদা রহমানকে নিয়ে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৮:২৯, ৫ মে ২০২৫ | আপডেট: ১৮:৩০, ৫ মে ২০২৫

ডা. জুবাইদা রহমানকে নিয়ে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের পুত্রবধু, সিলেটের সুনামধন্য বনেদি পরিবারের সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ও খ্যাতনামা চিকিৎসক ডা. জুবাইদা রহমান দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফেরার খবরে তাঁর পিতৃভূমি সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ডা. জুবাইদা তাঁর শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (৬ মে ) দেশে ফিরছেন। ডা. জুবাইদার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে পটপরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জুবাইদার জন্মভূমি সিলেটে তাঁকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় ওঠেছে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন সিলেটের উচ্চ শিক্ষিত ও সভ্রান্ত পরিবারের সন্তান ডা. জুবাইদা ভবিষ্যতে রাজনীতিতে এসে দলে হাল ধরবেন এবং আগামী নির্বাচনে ভিআইপি আসন খ্যাত সিলেট-১ সদর আসনে প্রার্থী হবেন। অনেকে তাঁকে ’আরেক খালেদা জিয়া’ হিসেবে বলে অভিহিত করছেন এবং তাঁর প্রতি ভালোবাসা ও আস্থা প্রকাশ করছেন নগরবাসী।

ডা. জুবাইদার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীদের মধ্যে আশা জেগেছে, এই মেধাবী নারী সক্রিয় রাজনীতিতে যুক্ত হলে দল পাবে নতুন প্রেরণা। তাকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং সাবেক ছাত্রদল নেতারা আজ দুপুরে সিলেট নগরীতে স্বাগত মিছিল বের করেন। পরে কোর্ট পয়েন্টে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি বদরুজ্জামান সেলিম, বদরুদ্দোজা বদর, নিজাম উদ্দিন তরপদার, শোয়েব আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, "স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পুত্রবধূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী, সিলেটের কৃতী সন্তান, দেশে-বিদেশে স্বর্ণপদকপ্রাপ্ত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দেশে ফেরা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের। এই সংবাদে কেবল একজন দলের কর্মী হিসেবে নয়, একজন সিলেটী হিসেবেও আমি আনন্দিত।" 

প্রসঙ্গত, সিলেটে জন্মগ্রহণকারী ডা. জুবাইদা রহমান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা। তাঁর মাতা সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সৈয়দা ইকবাল মান্দ বানু। জুবাইদা রহমানের দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য ও হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা এবং দাদী জুবাইদা খাতুন ছিলেন অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদর মেয়ে। তাঁর চাচা ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। 

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি স্বর্ণ পদক পেয়ে লাভ করেন তিনি। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগ দেন। 
১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন ডা: জুবাইদা রহমান । তারপর থেকে স্বামীর সাথেই যুক্তরাজ্যে বসবাস করেন তিনি।

জিয়া পরিবারের সাথে বৈরী সম্পর্ক থাকলেও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুবাইদা রহমান প্রসঙ্গে বলেছিলেন, সে শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে দেশের কল্যাণ হবে। ডা. জুবাইদার দেশে ফেরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ ঘিরে এখন জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন জল্পনা-কল্পনা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন