ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো শাহজালাল (রহ.) এর ওরস

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৬:৪৪, ১৯ মে ২০২৫

আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো শাহজালাল (রহ.) এর ওরস

সোমবার সকালে আখেরি মোনাজাতের পর তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হলো হযরত শাহজালাল (রহ.) এর দুইদিন ব্যাপী বার্ষিক ওরস। এর আগে রাতব্যাপী কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মিলাদ মাহফিলের মাধ্যমে অতিবাহিত হয়। বাদ ফজর অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। 

এরপর রাতে মানতের গরু জবাই করার মাংস দিয়ে তৈরি করা শিরনী বিতরণ করা হয় ভক্ত, অনুরাগী ও আশপাশের পাহাড় মহল্লায়।

গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে রোববার শুরু হয় এই ওরস। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত-আশেকানরা ওরসে অংশ নিতে এখানে জড়ো হন।

এবার ছিল হযরত শাহজালাল (রহ.) এর ৭০৬তম ওরস। প্রতি বছর এখানে আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ তার স্মরণে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়।

মাজার সূত্র থেকে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেট আসেন। ১৩৪৬ খিস্টাব্দের ১৯ জিলক্বদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।

আরও পড়ুন