ঢাকা, রোববার, ১৮ মে ২০২৫

৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ ১৪৪৬

সুনামগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা:

প্রকাশ: ১৩:০১, ১৭ মে ২০২৫

সুনামগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটার জন্য এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সৈয়দুল ইসলাম (২৪)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে। 

ময়নাতদন্তের জন্য মরদহে শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলা কাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সৈয়দুলের ভাই সোহেল মিয়া জানান, তার ভাই শুক্রবার সকাল সাড়ে ৯টায় বস্তা ও কাস্তে নিয়ে ঘাস কাটতে যায়। পরে আমরা খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার ভাইকে হত্যায় জড়িতদের বিচার চেয়েছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাত, গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন