ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

আবারো গোলচত্ত্বরে কর্মসূচি পালন করেছে  ছাত্রদল 

শাবিপ্রবি প্রতিনিধি:

প্রকাশ: ২০:৩৭, ১৫ মে ২০২৫ | আপডেট: ২০:৩৮, ১৫ মে ২০২৫

আবারো গোলচত্ত্বরে কর্মসূচি পালন করেছে  ছাত্রদল 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে বৃহস্পতিবার  আবারো গোলচত্ত্বরে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রাহাত জামান বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ের শিকার হয়েছি, হত্যার শিকার হয়েছি। আগামী ১৭ দিন যেন আর কোনো অন্যায়ের শিকার না হই—সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব।”

এ ছাত্রদল নেতা বলেন, “আমাদের লজ্জা হওয়া উচিত যে প্রশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আমাদের শোকজ করার মতো জঘন্যতম কাজ করেছে। আমি প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের প্রতি সহানুভূতিশীল হোন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিন। যদি সাধারণ শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগে, তার দায় আপনাদের নিতে হবে।”

নিয়ম লঙ্ঘন করে কর্মসূচি পালন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, “ছাত্রদল নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে। এজন্য আমরা তাদের শোকজ করেছি এবং তারা তার জবাবও দিয়েছে। কিন্তু এরপরও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা জরুরি বৈঠক ডেকেছি। সব কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।” নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া তো কোন কিছু করা সম্ভব না।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন