ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

শাবিপ্রবিতে ‘ইনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাবিপ্রবি সংবাদদাতা:

প্রকাশ: ১৯:৪৩, ১৩ মে ২০২৫ | আপডেট: ১৯:৪৪, ১৩ মে ২০২৫

শাবিপ্রবিতে ‘ইনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি। 

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

এসময় তিনি বলেন, “আমরা যেখানে-সেখানে সবকিছু একত্র করে পুড়িয়ে দিচ্ছি, যার ফলে তৈরি হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর গ্যাস। আমাদের অবশ্যই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল উন্নয়নকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, "যে বিষয়ে আজ প্রশিক্ষণ হচ্ছে, তা জাতি ও বিশ্বের জন্য খুবই জরুরি বিষয়। আমাদের অনেকের ধারণা, আমরা যা বর্জন করি তা যেন নদীতে যায়। এই ধারণা দূর করতে হবে। আমাদের নদীকে বাঁচাতে হবে। সময় এসেছে এসব বিষয়ে কথা বলার এবং সবাইকে সচেতন হওয়ার।" 

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন