ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে কৃষি ব্যবসায়ে আগ্রহী উদ্যোক্তাদের ১২ দিনব্যাপি প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৯:২৩, ১৩ মে ২০২৫

সিলেটে কৃষি ব্যবসায়ে আগ্রহী উদ্যোক্তাদের ১২ দিনব্যাপি প্রশিক্ষণ

কৃষিই অর্থনীতির প্রাণ। কৃষির বিস্তার এবং কৃষিখাতে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। 

এরই অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার ডিএএম অংগ) প্রোগ্রামের আওতায় ২০০০০ জন তরুণ এবং নারী উদ্যোক্তা (১২০০০ নারী ও ৮০০০ তরুণ) উন্নয়নের লক্ষ্যে কমপক্ষে ৩০ টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী এবং অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দেশের ৬৪ টি জেলার নির্বাচিত ২০৮ টি উপজেলার কৃষি ব্যবসায় আগ্রহী সম্ভাব্য উদ্যোক্তাদের সরকারী অর্থায়নে সম্পূর্ন বিনামূল্যে ১২ দিনব্যাপী অন-দ্যা-জব (হাতে-কলমে) প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ৫০০০ জন উদ্যোক্তা উন্নয়নে (নারী ৬০% ও তরুণ ৪০%) প্রশিক্ষণ প্রদান করা হবে। 

উদ্যোক্তা বাছাই গাইডলাইন ২০২৪ অনুররণপূর্বক সিলেট জেলা কৃষি বিপণন কার্যালয়ে খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য বহির্ভূত পণ্য প্রক্রিয়াকরণ (পাটজাত পণ্য), দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ মসলা জাতীয় পণ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি উপকরণ (নার্সারি, ভার্মি কম্পোস্ট, মাশরুম, সার, বীজ, কীটনাশক), কৃষি যন্ত্রপাতি মেকানিক্স এবং কৃষি ব্যবসায়ে আগ্রহী তরুণ ও নারী উদ্যোক্তাদের আবেদন গ্রহণ-বাছাই প্রক্রিয়া চলমান। 

আগ্রহী উদ্যোক্তাগণকে অবশ্যই কমপক্ষে ৫ম শ্রেণী পাশ হতে হবে এবং বয়সসীমা যুবকদের ক্ষেত্রে ১৮-৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ১৮-৫০ বছর হতে হবে। 

অন-দ্যা-জব (হাতে-কলমে) প্রশিক্ষণে সিলেট জেলার আগ্রহী সম্ভাব্য তরুণ ও নারী উদ্যোক্তাগণ সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, কৃষি বিপণন ভবন, পশ্চিম শেখঘাট, সিলেট থেকে বিনামূল্যে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। 

আবেদন এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন আবেদন ফি প্রদান করতে হবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন