ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

পরিবারকে এক লক্ষ টাকা অনুদান

নিপেশের খুনীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৯:২৮, ১৩ মে ২০২৫

নিপেশের খুনীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা

বিশ্বনাথে ব্যবসায়ী নিপেশ তালুকদারের খুনীদের বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিপেশের খুনীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

বক্তারা আরো বলেন, এক মাসের অধিক সময় পার হলেও প্রশাসন এখন পর্যন্ত খুনীদের সনাক্ত করতে পারেনি। উপর্যুপরি নিরীহ মানুষদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানী করা হচ্ছে। এসব হয়রানী বন্ধ করতে হবে। নিপেশ এর খুনীদের সনাক্ত করতে এলাকার সকল পেশা-শ্রেণির মানুষ সর্বাত্মক সহযোগিতা করবে। 

সোমবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ ও নিপেশ এর পরিবারকে আর্থিক সহযোগিতা সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রইছ মিয়া।

সমাজসেবী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবরের পরিচালনায় সভায় বক্তারা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে নির্মিত গুচ্ছগ্রাম গুলোতে খুনী সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এলাকায় সামাজিক অবক্ষয় ডেকে আনছে। এদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হবে। 

বাওনপুর গ্রামের প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে নিপেশের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান গ্রহণ করেন নিহত নিপেশের স্ত্রী। 

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি মো. ময়নুল হক, স্কুল শিক্ষক ইমরান আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মাসুক মিয়া, ওয়ার্ড মেম্বার ফজলুল হক ফজলু, এলাকার মুরব্বী আমরুশ আলী, ফরিদ উদ্দিন, আব্দুল মছক্কির, ফেরদৌস মিয়া, আব্দুশ শহীদ, আব্দুল বাছিত, মবুল মিয়া, মখলিছ মিয়া, মাওলানা হেলাল আহমদ, আজাদ মিয়া, সুমন মিয়া, তৈমুছ আলী, রুহান মিয়া প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন