ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশ: ১৪:১২, ১৩ মে ২০২৫

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও সাবেক র‌্যাব কর্মকর্তা জাকির হোসেন জনির মাঝে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে।

তিনদিন পূর্বে জাকির হোসেন জনির ভাই ডা. রেজাউল বাড়ি থেকে তার কাকাইলছেও এলাকায় অবস্থিত ক্লিনিকের উদ্দেশে রওয়ানা হলে রাস্তায় আটক করে ফয়েজ আহমেদ খেলুর লোকজন তাকে মারপিট করে মোটরসাইকেল নিয়ে যায়। এই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনের লোকজন ফয়েজ আহমেদের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধ নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন