ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২০:০২, ১২ মে ২০২৫
সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬জন নেতাকর্মীরা আদালতে এসে আত্মসমর্পণ করতে এসে ডিম থেরাপির শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়েরকৃত পাঁচটি মামলার এজহারভূক্ত আসামি ওরা। এর আগে এইসব উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন।
সোমবার (১২ মে) আদালত চত্ত্বরে এসে উপস্থিত হলে উত্তেজিত জনতার হাতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ওই ২৬ জন নেতাকর্মীরা হেনস্তার শিকার হন। আদালতে প্রবেশকালে বিক্ষুব্ধ জনতা তাদেরকে কিল, ঘুষি ও লাথি মারেন এবং ডিম নিক্ষেপ করেন। পুলিশ বাঁধা দিতে চাইলে জনসাধানের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয় এবং পরবর্তীতে পুলিশ পরিস্তিতি শান্ত করতে তাদের ছাতাচার্জ করে।
হেনস্তার শিকার হয়ে ওই ২৬জন আসামি দুপুরের দিকে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলী আহমদ, ফজলুর রহমান, ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমদ সাগর, সাইদুর রহমান সাইদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, এতিমখানার শিক্ষক মারুফ আহমদসহ ২৬ নেতাকর্মী।
আত্মসমর্পণকারী আসামিদের মধ্যে কারো কারো বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তারা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার বাদী মো. জাফর আহমদ, হোসেন আহমদ, রিপন আহমদ ও মিলন তালুকদার জানান, ‘তাদের দায়ের করা মামলায় সোমবার ২৬জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।’