ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

২৯ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ ১৪৪৬

সিলেট প্রেসক্লাবে নারীর সংবাদ সম্মেলন

পাথর কোয়ারির জমি দখলের অভিযোগ বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৫:০১, ১২ মে ২০২৫

পাথর কোয়ারির জমি দখলের অভিযোগ বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে

স্বামী মারা যাওয়ার পর থেকেই জমি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় লড়াই করে যাচ্ছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এক নারী। এবার তিনি প্রকাশ্যে অভিযোগ করলেন স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে, যারা তার জমি দখলের পাঁয়তারা করছে বলে দাবি করেছেন।

সোমবার (১২ মে) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের বাসিন্দা ছালাতুন নেছা বলেন, ভোলাগঞ্জ কালাইর গাঁও এলাকায় তাদের বালু ও পাথরের কোয়ারির জমি রয়েছে। সেই জমি দখলের চেষ্টা করছে একটি চক্র। তিনি জানান, তাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, এমনকি তার ছেলেকে মারধর করে গুরুতর জখমও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছালাতুন নেছা বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শওকত আলী বাবুল, যুবদল নেতা বাহার ও কথিত ‘আজিদ সিন্ডিকেট’-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেন, তারা শুধু সরকারি জমিই নয়, সাধারণ মানুষের মালিকানাধীন জায়গাও দখলে নিচ্ছে এবং অবৈধভাবে পাথর ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাইনি। বরং প্রতিনিয়ত ভয়ভীতির মুখে থাকতে হচ্ছে।” ছালাতুন নেছার অভিযোগ, হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকেও সঠিক তদন্ত হয়নি এবং স্থানীয় প্রভাবশালীদের চাপে উল্টো তাদেরকেই হয়রানি করা হচ্ছে।

জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তার।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান, অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং প্রভাবশালী পাথর চক্রের হাত থেকে তাদের পরিবার ও এলাকার সাধারণ মানুষকে রক্ষার দাবি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন