ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৩:৩১, ১১ মে ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দিক থিয়েটার সাস্ট।
শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদ শুভ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিক থিয়েটারের সভাপতি দৈপায়ন দাশ অনন্য।
এ সময় তিনি বলেন, দিক থিয়েটার সাস্ট শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের নাট্য সংগঠনগুলোর মধ্যে অন্যতম। নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার সব সময় তার কাজের মান উন্নয়নে সচেষ্ট। এই সংগঠন শুধু নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা সকল অন্যায় কাজের প্রতিবাদ তুলে ধরি নাটকের মাধ্যমে। আমাদের এসব কাজ প্রচারে সব সময় শাবি প্রেসক্লাব সহযোগিতা করে আসছে। এছাড়াও আমাদের সকল কাজে প্রেসক্লাবকে পাশে পেয়েছি, ভবিষ্যতেও পাব বলে আশা করি।
সমাপনী বক্তব্যে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন দিক থিয়েটারের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দিক থিয়েটার সাস্ট শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়; এই সংগঠন সমাজের অসংগতি, অন্যায়, অবিচার তুলে ধরে মানুষের কাছে, যা সহজে বোধগম্য হয়। শাবি প্রেসক্লাব সব সময় এইসব কাজের প্রশংসা করে। শাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকল কাজে পাশে ছিল, ভবিষ্যতেও দিক থিয়েটার-এর সকল প্রশংসনীয় কাজে পাশে থাকবে।
সভায় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ, সাধারণ সদস্য মাইন উদ্দিন, দিক থিয়েটারের সাধারণ সম্পাদক শাওন আকন্দ-সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।