ব্রেকিং
শাবিপ্রবি সংবাদদাতা:
প্রকাশ: ১৯:৫০, ১৪ মে ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিকভাবে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে শাবিপ্রবি শাখা ছাত্রদল।
বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। তবে নিয়মের তোয়াক্কা না করে ছাত্রদল একের পর এক কর্মসূচি পালন করে চলেছে বলে অভিযোগ করেছেন সহকারী প্রক্টর। আজও প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই আবারও কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগিরই এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ২৫ এপ্রিল ছাত্রদলের শাখা সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল প্রশাসন। এ বিষয়ে তাদের জবাব দেওয়া হয়েছে কি না—জানতে চাইলে সহকারী প্রক্টর জানান, প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনও খোঁজ নিতে পারিনি।
অন্যদিকে, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নেইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।