ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৯:৫৬, ১৪ মে ২০২৫

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় গ্রেফতার ৬

সিলেট সদর ‍উপজেলার খাদিমনগর এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

বুধবার (১৪ মে) বিকাল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া (২৮), আফরেতা বিবি (৬৫), রোকসানা বেগম (৩৬), শেলী বেগম (২৮), আয়শা বেগম (৩২), ও বেগম বিবি (৪২)। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১৬ এপ্রিল দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার বসতবাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‍‍্যাব-৯-ও। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ মামলার এই ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍‍্যাব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন