ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১২:৫৫, ১৪ মে ২০২৫

সিলেটে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছবি-সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন একদল যুবক। মঙ্গলবার (১৩ মে) রাতে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে গেলে সেখান থেকে বের করে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

নির্মলেন্দু দাশ রানা (৪৫) নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনায় জড়িত অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২৬ নেতার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর মামলা করেন জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন। এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় আত্মগোপনে চলে যান রানা। পরবর্তী সময়ে জামায়াতের নেতা শাহ আলাউদ্দিন সঙ্গে টাকার বিনিময়ে মামলাটি আপোসের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় শাহ আলাউদ্দিনকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রানাকে আসামি করে আরেকটি মামলা করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে রিকাবীবাজার এলাকায় ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান রানাসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ সময় নবীগঞ্জের কয়েকজন ছাত্রনেতা রানাকে দেখে সেখান থেকে বের করে পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, চেয়ারম্যান রানাকে মারধর ও আটকের খবর পেয়েছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন