ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৫:৫২, ১৪ মে ২০২৫

সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন

সীমান্তে উত্তেজনার মধ্যে এবার সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করলো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ।  তাদের মধ্যে ৮ জন পুরুষ ৬ জন নারী ও ২ জন শিশু। 

বুধবার (১৪ মে) সকালে কানাইঘাটের আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

আটকদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তবে দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোন পথে ভারতে গিয়েছিলেন, কীভাবে সেখানে বসবাস করছিলেন, এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করছে বিজিবি। 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে আটক করে বিজিবি।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে বিএসএফ-এর কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। পাশাপাশি যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান লে. কর্ণেল জুবায়ের আনোয়ার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন