ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:৪৬, ১৫ মে ২০২৫ | আপডেট: ১৫:৪৪, ১৫ মে ২০২৫
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই কমিটির এক নারী নেত্রী। মামলায় আসামীদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
বুধবার সিলেট মহানগর হাকিম ২য় আদালতে এই মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহবায়ক কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার।
সুমাইয়া আক্তার অভিযোগ করেছেন 'সিলেট নগরের কিনব্রিজ সংলগ্ন সারদা হলের সামনে ৭ মে বিকেল ৩টার দিকে আসামীরা তাঁকে হত্যা, ধর্ষণের হুমকি দেয়। এঘটনায় পরদিন কোতোয়ালি থানায় জিডি করলে ১০ মে বিকেল ৫টার দিকে একই জায়গায় তারা আমাকে অপহরণের চেষ্টা করে। এসময় আমার উপর হামলা করে সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।'
মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬) নামোল্লেখ করে আরো অজ্ঞাত ৮ জনকে অভিযুক্ত করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানিয়েছেন 'আদালতের বিচারক ছগির আহমেদ অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।'
সকল অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, 'মুখপাত্র পদ দাবি করেছিলেন উনি। সেটা না দেওয়ায় তৃতীয় ব্যক্তির ইন্দনে আমাদের এবং বৈছাআ'কে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে এই মামলাটি করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।'