ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫

১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ ১৪৪৬

সিলেটে জনবান্ধব ভূমিসেবা কনসাল্টেশন কনফারেন্স

ডিজিটালাইজেশন ভূমিসেবা শতভাগ দুর্নীতিমুক্ত হবে: সিনিয়র সচিব

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৯:২৮, ১৫ মে ২০২৫

ডিজিটালাইজেশন ভূমিসেবা শতভাগ দুর্নীতিমুক্ত হবে: সিনিয়র সচিব

সিলেটে জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নে স্টেকহোল্ডার কনসাল্টেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সিলেট বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, হয়রানি মুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শতভাগ দুর্নীতিমুক্ত ভূমিসেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের দূর্ভোগ লাগবে বিভিন্ন সেবা শুরু হয়েছে। পর্যায়ক্রমে তা আরো বৃদ্ধি করে হবে যাতে ভূমির মালিকরা কোনোভাবেই হয়রানির শিকার না হন। সেই লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত ৫ হাজার ১৫৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মানুষও অনলাইনে সেবা গ্রহণে আগ্রহী হচ্ছে। বর্তমানে প্রতিমাসে ৪ লাখ ভূমি মালিক অনলাইনে নামজারির আবেদন করছেন। একদিনে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৬ কোটি টাকা। এথেকে আমরা সেবা বৃদ্ধিতে উদ্ভুদ্ধ হচ্ছি। এব্যাপারে জনগণের আরো সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, ভূমির সমস্যার শেষ নেই দীর্ঘ ইতিহাস পেরিয়ে ১৯৫০ সাল থেকে আমাদের পূর্ব পুরুষরা ভূমির মালিকানা পেয়েছেন। মানুষ যাতে সহজে এই সুযোগ ভোগ করতে পারে সেজন্য আটটি বিভাগে নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হবে।  এই সেবা কেন্দ্র থেকে নির্ধারিত ফ্রির মাধ্যমে ভূমি সংক্রান্ত নামজারি, পরচা সংগ্রহ, খাজনা প্রদান, ম্যাপ সংগ্রহ ইত্যাদি আবেদন করলে ঘরে বসে তারা পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। আরো অনেক সেবা রয়েছে যেগুলো পর্যাক্রমে চালু করা হবে।

এছাড়া ঢাকার তেজগাঁওয়ে নাগরিক ভূমিসেবা অফিস থেকে এবং কল সেন্টারে ১৬১২২ নাম্বারে ফোন করে ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি জানতে ও সমস্যা সমাধান করতে পারবেন। 
সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ। 

ভূমিসেবা সহায়তা নির্দেশিকা ও ভূমি সুরক্ষায় ভূমি মালিকের করণীয় শীর্ষক প্রবন্ধ ‘ভূমি আমার ঠিকানা’ এর উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান। 

আলোচনায় অংশ নেন, জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিং, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন-নূর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন