ঢাকা, রোববার, ১৮ মে ২০২৫

৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ ১৪৪৬

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১

সুনামগঞ্জ সংবাদদাতা:

প্রকাশ: ২০:১০, ১৭ মে ২০২৫

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন আহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। 

আহত হাফিজুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে।

অপরদিকে আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।

নিখোঁজ রুবেল আহমদকে উদ্ধারে ছাতকের নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।  

স্থানীয় সুত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। তারা সবাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর হয়েছে এবং রুবেল আহমদ একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার করতে থানা ও নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন