ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৬:৫৩, ১৭ মে ২০২৫
বিগত সময়ে আওয়ামী লীগ করলেও যারা তাদের দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল না এবং বিএনপি'র নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপি'র সদস্য করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউরী দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে 'সদস্য নবায়ন' কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর, যারা চাঁদাবাজি-দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মে যুক্ত তাদের বিএনপি'র সদস্য করা যাবে না।
যাদের যুক্ত করলে ভোট কমবে তাদের দলে স্থান না দেওয়ার নির্দেশনা দিয়ে আমীর খসরু বলেন, দলের মেম্বারশীপ দিতে হবে দিনের আলোয় সবার সামনে, রাতের অন্ধকারে সদস্য দেওয়ার সুযোগ নেই।