ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫

৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

কানাইঘাট-জকিগঞ্জের দাবী দাওয়া বাস্তবায়নে লিফলেট বিতরণ

কানাইঘাট সংবাদদাতা :

প্রকাশ: ২০:৫২, ১৮ মে ২০২৫

কানাইঘাট-জকিগঞ্জের দাবী দাওয়া বাস্তবায়নে লিফলেট বিতরণ

কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রত সংস্কার ও মেরামত ও অন্যান্য মৌলিক দাবীদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন।

কানাইঘাট-জকিগঞ্জের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত নিরসনের জন্য ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে কানাইঘাট বাজারে জনতার মাঝে লিফলেট বিতরণ করেন মামুনুর রশিদ। 

এ সময় তার সাথে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

লিফলেট বিতরণকালে মামুনুর রশিদ মামুন বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর সীমান্তবর্তী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মানুষজন তাদের ন্যায্য অধিকার থেকে স্বাধীনতার পর থেকে বঞ্চিত রয়েছেন। বিগত আওয়ামীলীগের ১৫ বছরের শাসনামলে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবীগুলোর মধ্যে একটিও বাস্তবায়ন হয়নি। যার কারনে দু’টি উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। সড়কগুলো সংস্কার না হওয়ার কারনে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদী ভাঙ্গনে দু’টি উপজেলার ফসলি জমি সহ মানুষের ঘর-বাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হচ্ছে। গ্রামীণ পাকা ও কাঁচা রাস্তাগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। চিকিৎসা থেকে এ অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী না থাকার কারনে নূন্যতম চিকিৎসা থেকে মানুষজন বঞ্চিত হচ্ছেন। 

বর্তমান অর্ন্তবর্তী কালীন সরকারের সিলেটের উর্ধ্বতন কর্মকর্তারা কানাইঘাট-জকিগঞ্জের সমস্যাগুলো নিয়ে কোন কিছুই জানেন না। এমতাবস্থায় এ দু’টি উপজেলার সমস্যাগুলো দ্রুত নিরসনসহ কার্যকারি ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিএনপির পক্ষ থেকে সিলেটের সাংবাদিকদের নিয়ে মতবিনিময়, কোর্ট পয়েন্টে মানববন্ধন এবং সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে বিএনপি নেতা মামুনুর রশিদ জানান।

এ অঞ্চলের মানুষকে সচেতন এবং তাদের দাবী-দাওয়ার ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য এবং দ্রুত অর্ন্তবর্তীকালীন সরকার কানাইঘাট-জকিগঞ্জের মৌলিক দাবী-দাওয়া বাস্তবায়নের জন্য ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে দু’টি উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন