ব্রেকিং
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ১২:৩৬, ১৮ মে ২০২৫
ছবি-সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সোমবার (১৮ মে) এই ফোনালাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “এই ফোনালাপের বিষয়বস্তু হবে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ‘রক্তপাত’ থামানো ও বাণিজ্য।”
ট্রাম্প আরো জানান, তিনি পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন।
তিনি বলেন, ‘আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে, একটি যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধ শেষ হবে। এটি এমন একটি যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না।’
ফোনালাপের বিষয়টি রাশিয়াও নিশ্চিত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘ট্রাম্প-পুতিন ফোনালাপের প্রস্তুতি চলছে।’
এই ঘোষণা এমন একসময়ে এলো, যখন শুক্রবার তুরস্কে দীর্ঘ তিন বছর পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সরাসরি বৈঠক করেছে।
এর আগে ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছিলেন, তিনি ও পুতিন সরাসরি কথা না বললে, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারবে না।